মঙ্গলকাব্যের লক্ষণ/বৈশিষ্ট্য:
- প্রথমেই মঙ্গলকাব্যে গনেশাদি পঞ্চদেবতার বন্দনা তারপর গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণন, সৃষ্টি-রহস্য, কথন প্রভৃতির সূচনা অংশে এই কাঠামো প্রত্যেক মঙ্গলকাব্যে দেখা যায়।
- দেবদেবীর মাহাত্ম প্রচার মঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য। অধিকাংশ ক্ষেত্রে নিম্নশ্রেণীর চরিত্রের মহিমা প্রচারিত হতো। মঙ্গলকাব্যে বর্ণিত কবির আত্মপরিচয় অংশে পূর্বপুরুষের পরিচয়, বাসস্থানের বর্ণনা,স্বপ্নাদেশ প্রভৃতির অল্পবিস্তর বর্ণনা থাকে।
- মঙ্গলকাব্যের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কবিদের ভনিতা ব্যবহার। এই অংশে কবির নাম, পদবী, আশ্রয়দাতা পৃষ্ঠপোষকের নামের উল্লেখ থাকে।
- মঙ্গল কাব্যে বর্ণিত সমগ্র কাহিনি একাধিক পালায় বিভক্ত হয়ে থাকে।
- মঙ্গল কাব্য দেবখন্ড ও নর খন্ডে বিভক্ত।
- প্রত্যেক মঙ্গলকাব্যের নায়ক নায়িকা স্বর্গচ্যুত দেবদেবী।দেব মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যেই তাদের মর্ত্যে আগমন ।
- মঙ্গলকাব্যে অধিকাংশ ক্ষেত্রেই সমুদ্রপথের বর্ণনা থাকে।
- মঙ্গলকাব্যের অন্যতম বৈশিষ্ট্য নারীদের পতিনিন্দার বর্ণনা।
- বিপন্ন নায়ক নায়িকার দ্বারা দেবীর চৌতিশা স্তব বর্ণনা মঙ্গলকাব্যের অন্যতম বৈশিষ্ট্য।
- নায়িকার বারোমাস্যার বর্ণনা মঙ্গলকাব্য তথা মধ্যযুগের কাব্যের অন্যতম বৈশিষ্ট্য।
- মনসামঙ্গল ছাড়া,সমস্ত মঙ্গলকাব্যেই যুদ্ধের বিস্তৃত বর্ণনা পাওয়া যায়
- মঙ্গল কাব্যে প্রহেলিকা ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন, লোকবিশ্বাস, লোকশ্রুতি, মঙ্গলকাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
- দেবতার বিরুদ্ধে বিদ্রোহীকে দেবতার পদতলে নতশীর্ষ করানো মঙ্গলকাব্যের অন্যতম বৈশিষ্ট্য।
- শঠ চরিত্রের বিপরীতধর্মী নির্বোধ চরিত্রেরাও মঙ্গলকাব্যে কোনো কোনো সময় স্থান নিয়ে থাকে, তবে এদের সংখ্যা খুব বেশি নয়।
সাধারণভাবে মঙ্গলকাব্যগুলির রচনাকাল ধরা হয় চৈতন্যপূর্ব যুগ থেকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের সময় পর্যন্ত। ত্রয়োদশ শতকে বাংলায় মুসলিম শাসনের সমকালে কিংবা অব্যবহিত পরে এর প্রথম রূপটি তৈরি হয়। তারপর একাদিক্রমে ভারতচন্দ্র (১৭১২-১৭৬০) পর্যন্ত এ ধারা চলতে থাকে।
আরো পড়ুন : (বিষয়ের উপর ক্লিক করুন)
মঙ্গলকাব্য কী? মঙ্গলকাব্যের উদ্ভব ও সময়কাল, মঙ্গলকাব্য রচনার সামাজিক প্রেক্ষাপট
মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য বা মঙ্গলকাব্যের লক্ষণ গুলো লিখ
মনসামঙ্গল কাব্যের পটভূমি ও প্রেক্ষাপট, কাহিনির সংক্ষিপ্তসার, শিল্পমূল্য বিচার ও চরিত্র
অন্নদামঙ্গল কাব্যের পটভূমি ও প্রেক্ষাপট, কাহিনির সংক্ষিপ্তসার, শিল্পমূল্য বিচার ও চরিত্র
ধর্মমঙ্গল কাব্যের পটভূমি ও প্রেক্ষাপট, কাহিনির সংক্ষিপ্তসার, শিল্পমূল্য বিচার ও চরিত্র
শিবায়ন বা শিবমঙ্গল কাব্যের পটভূমি ও প্রেক্ষাপট, কাহিনির সংক্ষিপ্তসার, শিল্পমূল্য বিচার ও চরিত্র
মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও মনসামঙ্গল কাব্যের কবি পরিচয়
মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত সম্পর্কে লিখুন
মনসামঙ্গল কাব্যের কবি নারায়ণদেব সম্পর্কে লিখুন
মনসামঙ্গল কাব্যের কবি কেতকাদাস ক্ষেমানন্দ সম্পর্কে লিখুন
মনসামঙ্গল কাব্যের কবি বিপ্রদাস পিপলাই সম্পর্কে লিখুন
মনসামঙ্গল কাব্যের কাহিনী ও শিল্পমূল্য বিচার! মনসামঙ্গল কাব্যের গুরুত্ব বিচার
চণ্ডীমঙ্গল কাব্যের পটভূমি ও প্রেক্ষাপট, কাহিনির সংক্ষিপ্তসার, শিল্পমূল্য বিচার ও চরিত্র
চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে লিখুন
অন্নদামঙ্গল কাব্যের পটভূমি ও প্রেক্ষাপট, কাহিনির সংক্ষিপ্তসার, শিল্পমূল্য বিচার ও চরিত্র
অন্নদামঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে লিখুন
ধর্মমঙ্গল কাব্যের পটভূমি ও প্রেক্ষাপট, কাহিনির সংক্ষিপ্তসার, শিল্পমূল্য বিচার ও চরিত্র