উত্তর উপনিবেশবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ : উত্তর উপনিবেশিক তত্ত্ব মূলত উপনিবেশ উত্তর স্বাধীন দেশগুলোর তথ্য। এটি আসলে উপনিবেশিক শাসন ব্যবস্থার পুনঃ মূল্যায়ন তথ্য। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এই তথ্যের সূত্রপাত হয়। ইউরোপীয় দেশগুলো কিভাবে তৃতীয় বিশ্বের দেশগুলো দখল ও নিয়ন্ত্রণ করে এবং তৃতীয় বিশ্বের দেশগুলো কিভাবে অনুপ্রবেশ কে রুখে দেওয়ার চেষ্টা করে তার তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যাখ্যা পাওয়া যায় উত্তর উপনিবেশিক তত্ত্বে। ইউরোপীয় দেশগুলো আর্থিক ও সামরিক শক্তির জুড়ে তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিজেদের প্রধানত করে।
নিজেদের শাসনব্যবস্থাকে চিরস্থায়ী করার লক্ষ্যে এই দেশগুলোর উপর সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করে তৃতীয় বিশ্বের দেশগুলো স্বাধীনতা প্রাপ্তির পরবর্তীকালে এই সাংস্কৃতিক রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম করে তার ব্যাখ্যা আলোচনার মধ্য দিয়ে উত্তর ঔপনিবেশিক তত্ত্বের উদ্ভব ঘটে। বিংশ শতকে অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য আন্দোলন হল উত্তর ঔপনিবেশিক সাহিত্য আন্দোলন। মূলত সাবেক ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলোর অধীনস্থ দেশগুলোতে এই আন্দোলন সূত্রপাত হয়। বিশ শতকে এসব ইউরোপীয় শক্তির অধীন দেশগুলো একের পর এক স্বাধীন হয়ে যায়। সদ্যপ্রাপ্ত স্বাধীনতার ঢেউ লাগে সর্বত্র। রাজনৈতিকভাবে সে সব দেশে পরিবর্তনের ছোঁয়া লাগে। তেমনি শিল্প সাহিত্যের ক্ষেত্রে লাগে নতুন আন্দোলনের ছোঁয়া এসব আন্দোলনের মধ্যে অন্যতম হলো উত্তর ঔপনিবেশিকতা আন্দোলন।
বিশ্ব সাহিত্যে উত্তর উপনিবেশিকতার তাত্ত্বিক সূত্রপাত আমেরিকান প্রবাসী ফিলিস্তিনি পন্ডিত এডওয়ার্ড সাঈদের হাত ধরে। ১৯৭৮ সালে প্রকাশিত তার Orientalism গ্রন্থে তিনি প্রথম দেখান পশ্চিমা বিজয়ী শক্তিগুলো কিভাবে প্রাচ্যকে জ্ঞান্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক দিক থেকে একটি সীমাবদ্ধ সত্ত্বা হিসেবে তুলে ধরেন। এর মাধ্যমে উপনিবেশিত জনগণের মনোজগতে তারা আধিপত্য বিস্তার করেন।
একই সাথে প্রাচ্যের দেশগুলোতে আধিপত্য বিস্তারের ব্যাপারটা দেখানো হয় পশ্চিমের তথাকথিত সভ্যতা বিস্তারের মিশন হিসাবে। তাই তার এই গ্রন্থে বালজাক টেনিসন থেকে শুরু করে শেক্সপিয়র পর্যন্ত সকল খ্যাতনামা পশ্চিমা লেখকের সমালোচনা করেন। আরেকজন বিখ্যাত উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক হলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অধ্যাপক হোমি কে ভাবা। তার লেখনীতে তিনি হাইব্রিডিটি, মিমিক্রির মতো ধারণাগুলো নিয়ে আলোচনা করেছেন।
আরো পড়ুন : (বিষয়ের উপর ক্লিক করুন)
উত্তর উপনিবেশবাদ কী বা উত্তর উপনিবেশবাদ কাকে বলে?
উত্তর উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
উত্তর উপনিবেশবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
উত্তর উপনিবেশবাদী লেখকদের পরিচয় দিন