উত্তর-উপনিবেশবাদ উপনিবেশের প্রতিক্রিয়া স্বরূপ উপনিবেশের প্রভাব নির্জীব করা লক্ষ্যে উদ্ভূত সামাজিক চর্চা ও আন্দোলন। উপনিবেশবাদী শাসকদের উদ্যোগ সমর্থনে পরিচালিত স্বার্থসংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থা ও জ্ঞান চর্চার কারণে বিভিন্ন দেশ ও জাতির ঐতিহ্য অভিজ্ঞতা ভাবনার জগৎ ও তার চর্চার ক্ষেত্রে যেসব নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে সেগুলা চিহ্নিত ও দূর করার এবং আধিপত্য মুক্ত জ্ঞান চর্চার পথ খুলে দেওয়ার কিছু তাত্ত্বিক প্রণোদনা ও উপায় এবং এরকম আন্দোলন বলা যেতে পারে উত্তর- উপনিবেশবাদকে চরিত্রের দিক থেকে এটি একটি পাল্টা জ্ঞানভাষ্য।
মানব সভ্যতার গত শ’চারেক বছরের ইতিহাসে উপনিবেশ ও উপনিবেশিক প্রভাব খুবই বিস্তৃত ও সক্রিয় এক প্রপঞ্চ।গোটা জ্ঞানকাণ্ডের নানা ডাল পালাতে এর ছাপ চোখে পড়ার মতো ঝলমলে ও গভীর। এর আগেও শক্তির বলে এক দেশ আরেক দেশকে দখল করেছে, সেখানে বসত করেছে। তবে শাসনব্যবস্থা সমাজ সংস্কৃতি জ্ঞান সবদিক থেকে অনেকগুলো মানব গোষ্ঠীকে এমন রাক্ষসের মত গিলে ফেলার প্রচেষ্টা এর আগে হয়নি। ষোল- সতেরো শতক থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইউরোপীয় শক্তিগুলোর সর্বমাত্রিক আগ্রাসন আধিপত্যের ধরনই আলাদা৷ তার প্রভাব ও ভয়াবহ বিশেষ করে জ্ঞান চর্চা ও সংস্কৃতির ক্ষেত্রে।
উপনিবেশ প্রতিষ্ঠার পর থেকে কোন না কোন রূপকল্প প্ৰকাশ পেয়েছে প্রতিরোধের মনোবৃত্তি। চাপে পড়া জনগোষ্ঠী তাদের সুবিধাজনক মাধ্যম ও কায়দা উপনিবেশের সাংস্কৃতিক প্রভাব প্রতিরোধের চেষ্টা চালিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এযাবত প্রায় সব উপনিবেশই রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সেখানে বিদেশী শাসনের প্রভাব শেষ হয়নি। উপনিবেশিত জনগোষ্ঠীর জ্ঞানজগৎ, সামাজিক, সাংস্কৃতিক ও দৈনন্দিন চর্চায়,উপনিবেশী প্রথা, পদ্ধতির উপস্থিতি এখনো অব্যাহত। কাজেই বলা উচিত উপনিবেশ প্রতিষ্ঠার পর থেকেই উত্তর ঔপনিবেশী প্রতিরোধ চেষ্টার সূচনা, এখনো তা চলছে। রাজনৈতিকভাবে স্বাধীন দেশগুলোয় বহাল উপনিবেশী প্রভাবের বিরুদ্ধে। অনেকে মনে করেন, উপনিবেশ গুলো স্বাধীন হওয়ার পর থেকে তার সামাজিক ও সংস্কৃতিতে যেসব উপনিবেশিক প্রভাব রয়ে গেছে, সেগুলো চিহ্নিত ও দূর করার মনোভঙ্গি ও কৌশলটাই হলো উত্তর উপনিবেশবাদ।
আরো পড়ুন : (বিষয়ের উপর ক্লিক করুন)
উত্তর উপনিবেশবাদ কী বা উত্তর উপনিবেশবাদ কাকে বলে?
উত্তর উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
উত্তর উপনিবেশবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
উত্তর উপনিবেশবাদী লেখকদের পরিচয় দিন