উত্তর উপনিবেশবাদ ও নারীবাদের সম্পর্ক : উত্তর উপনিবেশী অধ্যায়নে নারীদের যেমন নিষ্পেষিত মনে করা হচ্ছে তেমনি নারীবাদ ও মনে করে নারী বহু শতাব্দি ধরে পুরুষতন্ত্রের দ্বারা নিষ্পেষিত। উত্তর উপনিবেশবাদ ও নারীবাদ আসলে এখনো পাশাপাশি বিকাশমান। এ তত্ত্বে যেহেতু স্থানীয়দের অবদমিত মনে করা হয় তাই নারীও সেই অবদমনের শিকার বলে ধরে নিতে হবে। তাহলে নারীকে মনে করতে হবে দিগুন অবদমিত। একবার পিতৃতান্ত্রিক উপনিবেশিক শাসকদের দ্বারা আবার উপনিবেশে অবদমিত পিতৃতন্ত্রের দ্বারা।
ইউরোপীয় নারীরা এজাতীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে আসেনি। কারণ ইউরোপে কলোনি ছিলো না। এই দিকটা নিয়ে কথা বলেছেন গায়ত্রি স্পিভাক। তিনি প্রশ্ন তুলেছেন উপনিবেশিক সমাজের অর্থাৎ ইউরোপের নারীদের দ্বারা তথাকথিত তৃতীয় বিশ্বের নারীদের প্রতিধ্বনি করার যৌক্তিকতা নিয়ে এবং এ কাজে ইউরোপীয়দের উপনিবেশী মনোভঙ্গি হতে মুক্ত থাকার বিষয় নিয়ে। গায়ত্রী মনে করেন, তা সম্ভব নয়। তিনি নারীবাদী তাত্ত্বিক জুলিয়া ক্রিস্তেভারের অ্যাবাউট চাইনিজ উইমেন্স গ্রন্থের আলোচনা সূত্রে ক্রিস্তেভারের মধ্যে ঔপনিবেশিক প্রবণতা সনাক্ত করেন৷
আরো পড়ুন : (বিষয়ের উপর ক্লিক করুন)
উত্তর উপনিবেশবাদ কী বা উত্তর উপনিবেশবাদ কাকে বলে?
উত্তর উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
উত্তর উপনিবেশবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
উত্তর উপনিবেশবাদী লেখকদের পরিচয় দিন