ক্লাসিসিজমের উৎস, পরিচয় ও সংজ্ঞার্থ : ক্লাসিসিজম একই সাথে শিল্প রচনার রীতি আর কৌশল, যা প্রথম শিল্পরীতি হিসেবে বিবেচিত হয়। খ্রিস্টের জন্মের ৫০০- ৪০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে ক্লাসিসিজমের উদ্ভব ঘটে। শতবছর ধরে এ শিল্প আন্দোলনটি বিকশিত হয় এবং ছড়িয়ে পড়ে রোমান ও ফরাসি সাহিত্যে।
classicism’ শব্দটি এসেছে ‘classic’ শব্দ থেকে। যারা সামাজিক ও আর্থিক দিক থেকে সর্বোচ্চ ছিল তাদেরকে রোমানরা “classis এবং choricus” শব্দ দ্বারা বিশেষায়িত করত। ধীরে ধীরে classicus শব্দটি classic শব্দে রূপান্তরিত হয় এবং উঁচু মানের সাহিত্যকে নির্দেশ করতে শব্দটি ব্যবহার করা হয়। classic সাহিত্য বলতে এমন সাহিত্যকে বোঝায়, যা অপরিবর্তনীয়, প্রাচীন, চিরায়ত ।
পরিভাষায় classicism এর সংজ্ঞা এভাবে নিরূপণ করা যায়, “যে সাহিত্যে কালজয়ী এবং যে সাহিত্য সংঘত ভাষায়, সুসংহত চিন্তার সন্তোস ও ভাল ও উজ্জ্বল্যে রচিত তাকে ক্লাসিক সাহিত্য বলে। আর সাহিত্য সৃষ্টিতে এই ভাব, ভাষা, রীতি আদর্শকে গ্রহণ করার প্রবণতাকেই বলা হয় শেষ classicism.
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
ক্লাসিক সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করুন
ক্লাসিসিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
ক্লাসিসিজমের প্রতিনিধিত্বশীল লেখকদের পরিচয়