ক্লাসিসিজমের ইতিহাস : ক্ল্যাসিসিজমের উদ্ভব ঘটে প্রাচীন গ্রিসে। গ্রিসের প্রতিনিধিত্বকারী লেখক অ্যারিস্টটল এবং নাট্যকার সফোক্লিস।
ক. অ্যারিস্টটল ‘পোয়েটিক্স রচনার মাধ্যমে ক্লাসিক সাহিত্যের উদ্ভব ঘটান।
খ. সফোক্লিস বিখ্যাত নাট্যকার ও ট্র্যাজেডিয়ান পরবর্তীতে রোমানদের দ্বারা গ্রিস অধিকৃত হলে, রোমানরা গিয়ে বসবাস শুরু করে এবং গ্রিকদের সংস্কৃতি এতটাই সমৃদ্ধ ছিল যে, রোমানরা গ্রিক সংস্কৃতি গ্রহণ করে৷ রোমানদের হাতে পরবর্তীতে গ্রিক সংস্কৃতির উৎকর্ষ সাধন হতে লাগলো। ক্লাসিসিজমও একই ভাবে রোমানদের মাধ্যমে বিকশিত হতে শুরু করে।
রোমান প্রতিনিধিত্বশীল লেখক:
১. সিসেরো – বিখ্যাত বক্তা
২. ভার্জিল – ইনিড নামক মহাকাব্যের রচয়িতা
পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে, যখন ইউরোপে গ্রিক ও লাতিন সাহিত্য পুনরাবিঘ্নিত হয় অ্যারিস্টটলের পোয়েটিকস্, রোমান কবি হোরেসের আর্স পোয়েটিকার প্রভাবে তৎকালীন ইউরোপীয় সাহিত্যে নতুন একটি মতবাদের জন্ম হল যার নাম ‘নিউ ক্লাসিসিজম’।
এই মতবাদ অনুসারে সাহিত্যিক রচনায় থাকা প্রয়োজন যুক্তিনিষ্ঠা, স্বচ্ছতা সংঘম, আবেগের শৃঙ্খলা, আত্মবিলোপ, এবং সামান্য সত্যের স্বকাম। ক্লাসিসিজম পরবর্তীতে বিকশিত হয় – সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীতে ফরাসি সাহিত্যে। সেখানকার প্রতিনিধিত্বশীল লেখক ভলতেয়ার এবং কনডরসেট। অষ্টাদশ শতাব্দীতে ইংরেজি সাহিত্যে এবং অষ্টাদশ বোঝার থেকে উনবিংশ শতাব্দীর সূচনাপর্ব পর্যন্ত জার্মান সাহিত্যে ক্লাসিসিজমের আদর্শ লক্ষ্য করা যায়। সুতরাং ক্লাসিসিজমের উদ্ভব দেরিতে হলেও রোম, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানিতে এ শিল্প বিকশিত হয়।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
ক্লাসিক সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করুন
ক্লাসিসিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
ক্লাসিসিজমের প্রতিনিধিত্বশীল লেখকদের পরিচয়