নিও–ক্লাসিক্যাল সাহিত্যের বৈশিষ্ট্য : নিও-ক্লাসিকাল সাহিত্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ চিহ্নিত করা যায়-
১। শুধু যুক্তি ও প্রথানুগত্য ছিল এঁদের আদর্শ। যে কোন ব্যাপারেই আমূল পরিবর্তন তাঁরা সহ্য করতে পারতেন না। সাহিত্য সৃষ্টির যেসব আদর্শ মহান সাহিত্যিকগণ তৈরি করে গেছেন তাদের প্রতি নব্য ক্লাসিক্যাল সাহিত্যিকদের ছিল তীব্র আস্থা।
২। নিও ক্লাসিক্যালরা মনে করতেন কোনো মহৎ উদ্দেশ্য নিয়েই সাহিত্য রচিত হওয়া উচিত। অর্থাৎ ‘Art with a purpose’ এবং সেই উদ্দেশ্য মানুষকে কেন্দ্র করেই আবর্তিত হওয়া উচিত।
৩। ব্যক্তি চরিত্র অপেক্ষা শ্রেণিচরিত্র সৃষ্টিতে এ ধারার সাহিত্যিকদের আকর্ষণ ছিল বেশি।
৪। সাহিত্য এঁদের কাছে ছিল এক মহৎ শিল্পকলা। প্রতিভাকে তারা অস্বীকার করতেন না, কিন্তু যে কোনো শিল্পকলাই যেমন দীর্ঘদিনের সাধনা, শিক্ষা ও অভ্যাসের সামগ্রী, সাহিত্যও ঠিক তাই, এই ছিল তাদের ধারণা। তারা হোরেসের ‘আর্স পোয়েটিকা’ কে সাহিত্য রচনার আদর্শ হিসেবে মনে করতেন এবং এর নিয়ম-কানুন, সূত্রাবলি মেনে চলাকে কর্তব্য হিসেবে ভাবতেন।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
ক্লাসিক সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করুন
ক্লাসিসিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
ক্লাসিসিজমের প্রতিনিধিত্বশীল লেখকদের পরিচয়