দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ ( ইংরেজিতে Dialectical materialism ) হচ্ছে মার্কসবাদের একটি প্রধান তত্ত্ব। এটি ফ্রেডরিক হেগেলের দ্বন্দ্ববাদ ও ফয়েরবাখের বস্তুবাদ থেকে সংশ্লেষণের মাধ্যমে এসেছে । এই তত্ত্ব বা মতবাদ প্রাকৃতিক জগৎ , মানুষের সমাজ এবং চিন্তার ক্ষেত্রে ক্রিয়াশীল বিধানসমূহের পরিচয়জ্ঞাপক তত্ত্ব।
ইংরেজি ডায়ালেটিকস শব্দ গ্রিক শব্দ ‘ডায়োলোগ’ থেকে উদ্ভূত গ্রিক দর্শনে ভায়ালোগ শব্দের ব্যবহার দেখা যায় । কোন সমস্যার ক্ষেত্রে প্রশ্নোত্তরের মাধ্যমে সমাধান সন্ধানের পদ্ধতিকে গ্রিক দার্শনিকেরা ডায়ালোগ বলতেন । পশ্ন, উত্তর বা পাল্টা প্রশ্নের মধ্যে দ্বন্দ্বের অবস্থা বিরাজমান । এই দ্বন্দ্বের মাধ্যমে সমাধানে পৌঁছার প্রক্রিয়ায় একটা জাতির আভাস ও বিদ্যমান । বস্তুত দ্বন্দ্ব, পরিবর্তন, গতি এ কথাগুলি পরস্পরের ইঙ্গিতসূচক।
মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তাত্ত্বিক মূল্য ও গুরুত্ব আজও অপরিসীম। তাই ক্যাবিউ হ্যান্ট এর মতে,দ্বন্দ্বমূলক বস্তুবাদের স্রষ্টা হলেন কার্ল মার্ক্স। কেননা কার্ল মার্ক্সের পূর্বে আর কোন রাষ্ট্র দার্শনিক ও চিন্তাবিদ শ্রেণিশাসন শ্রেণিশোষণ এবং সমাজ পরিবর্তনের ডাক দেননি।
তাই বলা যায় যে, মার্ক্সের দ্বন্দ্ববাদ কে অস্বীকার করার অর্থ হলো বাস্তব সত্যকে অস্বীকার করা। দ্বন্দ্বমূলক বস্তুবাদ একটি রাজনীতিক দর্শন হিসেবে চূড়ান্তভাবে সমাজতন্ত্র ও সাম্যবাদী ধারণার সঙ্গে যুক্ত হয়েছে। এ তত্ত্বচিন্তার ভিত্তিতে দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ প্রভৃতি সামাজিক বিবর্তনের বিভিন্ন স্তর ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে।
এমিল বার্নসের মতানুসারে দ্বান্দ্বিক বস্তুবাদ যুগ যুগ ধরে সঞ্চিত মানুষের অভিজ্ঞতা ও জ্ঞানভাণ্ডারের ভিত্তিতে গড়ে উঠেছে। সমাজের বর্তমান রূপটি ছাড়াও সমাজের অতীত ও অন্তর্দ্বন্দ্বের ফলশ্রুতি হিসেবে সামাজের বিকাশের প্রক্রিয়াও মার্ক্সবাদে ব্যাখ্যা করা হয়েছে।
মরিস কর্নফোর্থের অভিমত অনুসারে দ্বন্দ্বমূলক বস্তুবাদ পুঁজিবাদী ব্যবস্থার বিশৃঙ্খল সামাজিক পরিস্থিতির অস্থির অবস্থায় সামাজিক পরিবর্তন ও ক্রমবিকাশের সাধারণ নিয়মগুলিকে শৃঙ্খলিতভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করেছে এবং এ বিষয়ে সঠিক ও সম্যক ধারণাকে বিকশিত করেছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদের এই তাত্ত্বিক ভূমিকার গুরুত্ব ও তাৎপর্য বিরোধ-বিতর্কের ঊর্ধ্বে।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
দ্বন্দ্বমূলক বস্তুবাদ কাকে বলে?
মার্কস ও হোগেলের দ্বন্দ্বমূলক বস্তুবাদের সমালোচনা