Banglasahitta

Welcome to Banglasahitta

One Step to the Heart

Banglasahitta
Banglasahitta

Welcome to Banglasahitta

One Step to the Heart

Banglasahitta

বাস্তববাদী লেখকদের পরিচয় দিন

বাস্তববাদের প্রতিনিধিত্বশীল লেখকবৃন্দ :

অনরে দ্য বালজাক (১৭৯৯-১৮৫০) : অনরে দ্য বালজাক সাহিত্যে ফরাসি বাস্তববাদের জন্মদাতা হিসেবে পরিচিত। তিনি ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত ঔপন্যাসিক। বালজাক ১৭৯৯ সালের ২০ মে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর যৌবনের অধিকাংশ সময় প্যারিসে কাটিয়েছেন যেখানে তিনি সমকালীন অনেক উল্লেখযোগ্য সাহিত্যিক সেলুনে ঘন ঘন যেতেন এবং তখন থেকে তিনি তাঁর পদবি হিসেবে দ্য বালজাক ব্যবহার করা শুরু করেন। বালজাক দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা লেখালেখির কাজে ব্যয় করতেন। তাঁর সমগ্র রচনাগুলি প্রায় ১৯ টি উপন্যাসের একটি সিরিজ নিয়ে গঠিত যা ‘La Comedie Humaine’ শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়েছে। বালজাক তাঁর পাঁচ মাসের স্ত্রীকে ঋণের পাহাড়ে রেখে ১৮৫০ সালের ১৮ আগস্ট দীর্ঘমেয়াদী অসুখে ভোগে মৃত্যুবরণ করেন।

চার্লস ডিকেন্স (১৮১২-১৮৭০) : চার্লস ডিকেন্স ইংলিশ বাস্তববাদী ঔপন্যাসিকদের শুরুর দিকের গুরু হিসেবে পরিচিত। তিনি ১৮১২ সালের ৭ ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের পোর্টসমাউথে জন্মগ্রহণ করেন । তিনি লন্ডনে আইন কেরানি, কোর্ট রিপোর্টার এবং সাংবাদিক হিসেবে কাজ করেন । তাঁর প্রথম উপন্যাস ‘Pickwick Papers ‘ (১৮৩৬) প্রকাশের পর তিনি ইংল্যান্ডে জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন । এছাড়াও তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসসমূহ ‘Oliver Twist (১৮৩৮), ‘Nicholas Nickleby’ (১৮৩৮), ‘The old curiosity Shop (1881), Barnaby Rudge : A Tale of the Riots of Eighty’ (১৮৪১), ‘Bleak House’ (১৮৫৩ ) ইত্যাদি।

ফিওদর দস্তয়ভস্কি (১৮২১-১৮৮১): ফিওদর দস্তয়ভস্কি একজন প্রধান রাশিয়ান বাস্তববাদী বিখ্যাত ঔপন্যাসিক। তিনি । ১৮২১ সালের ৩০ অক্টোবর রাশিয়ার মস্কো শহরে জন্মগ্রহণ করেন । তাঁর প্রথম প্রকাশিত রচনা বালজাকের ফরাসি উপন্যাস ‘Eugenie Grandet’- এর রুশভাষায় অনুবাদ । দস্তয়ভস্কি কর্তৃক রচিত প্রথম উপন্যাস ‘Bednyye lyudi’ প্রকাশিত হয় ১৮৪৬ সালে । তাঁর উপন্যাসগুলো মনস্তাত্ত্বিক বাস্তববাদের শ্রেষ্ঠ রচনা হিসোবে সমধিক সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ : ‘Prestupleniye I Nakazaniye’ (১৮৬৬) ‘Besy’ ( 1892 ) Pisatelya’ (১৮৭৩-১৮৭৭) ইত্যাদি।

জর্জ ইলিয়ট ( ১৮১৯-১৮৮০) : মেরিয়ান ইভানসের ছদ্মনাম হল জর্জ ইলিয়ট । তিনি ইংলিশ বাস্তববাদের অন্যতম অসাধারণ ঔপন্যাসিক। ইলিয়ট ১৮১৯ সালের ২২ নভেম্বর ইংল্যান্ডের ওয়ারউইকসার অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার মৃত্যুর পর সে একজন ফ্রিল্যান্সার রাইটার হিসেবে লন্ডনে যান এবং পরবর্তীতে ওয়েস্ট মিনিস্টার রিভিউয়ের সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্পাদকের ভূমিকায় তিনি তৎকালীন কিছু প্রধান দার্শনিক এবং সাহিত্যিক মননের অধিকারী ব্যক্তিসহ এমন একটি সংঘের সাথে পরিচিত হন যারা মুক্ত চিন্তার চর্চা করে; যেমন: হারবার্ট স্পেনার। ইলিয়টের উল্লেখযোগ্য রচনাসমূহ ‘Adam Bede’ (১৮৫৯), ‘The A Mill on the Floss’ ( ১৮৬০ ), Silas Marmer’ (১৮৬১), ‘Middlemarch’ (১৮৭১ – 1872 ) প্রভৃতি । ইলিয়ট আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৮৮০ সালের ২২ ডিসেম্বর ইংল্যান্ডের লন্ডন শহরে মৃত্যুবরণ করেন।

গুস্তাভ ফ্লবেয়ার (১৮২১ – ১৮৮০) : গুস্তাভ ফ্লবেয়ার ফরাসি বাস্তববাদের নিখুঁত লেখক হিসেবে পরিচিত । তিনি ফ্রান্সের রোয়েন শহরে ১৮২১ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ফ্লবেয়ার তাঁর যৌবনের বেশিরভাগ সময় ক্রোয়াসেট অঞ্চলে কাটান যেখানে তিনি লেখালেখির নিকট তাঁর জীবন উৎসর্গ করেন।

ফ্লবেয়ার জর্জ সেন্ড; এমিল জোলা, আলফন্স ডডেট, গি দ্য মোপাসাঁ এবং ইভান তুর্গনেভসহ তৎকালীন অনেক গুরুত্বপূর্ণ লেখকের সাথে ছিলেন । তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ: ‘Madame Bovary’ (১৮৫৭), ‘Salammbo’ (১৮৬৩), ‘L’ Education Sentimentale’ (১৮৬৯) ইত্যাদি । ফ্লবেয়ার স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৮৮০ সালের ৮ মে ক্রোয়াসেট অঞ্চলে মৃত্যুবরণ করেন । এছাড়াও বাস্তববাদের প্রতিনিধিত্বশীল অন্যান্য লেখকগণ হলেন: উইলিয়াম ডিন হাওয়েলস (১৮৩৭-১৯২০), হেনরি জেমস (১৮৪৩ – ১৯১৬), গি দ্য মোপাসাঁ (১৮৫০-১৮৯৩), লিও টলস্টয় (১৮২৮-১৯১০), এমিল জোলা (১৮৪০-১৯০২), প্রমুখ ।

আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)

বাস্তববাদ কী বা বাস্তববাদ কাকে বলে?

বাস্তববাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন

বাস্তববাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ

বাস্তববাদী লেখকদের পরিচয় দিন

সাহিত্যে বাস্তববাদের প্রভাব সম্পর্কে লিখুন বা বাস্তববাদী সাহিত্য কর্মের পরিচয় দিন

আর্টিকেল’টি ভালো লাগলে আপনার ফেইসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে দিন অথবা পোস্ট করে রাখুন। তাতে আপনি যেকোনো সময় আর্টিকেলটি খুঁজে পাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে আপনার বন্ধুরাও আর্টিকেলটি পড়ে উপকৃত হবে।

গৌরব রায়

বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, বাংলাদেশ।

লেখকের সাথে যোগাযোগ করতে: ক্লিক করুন

6.7k

SHARES

Related articles

শওকত আলী এর জীবন ও সাহিত্যকর্ম

শওকত আলী (১২ ফেব্রুয়ারি ১৯৩৬ – ২৫ জানুয়ারি ২০১৮) বাংলাদেশের একজন বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক। বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তাঁর অনন্য সাহিত্যকর্মের জন্য

Read More

লােকসাহিত্য কাকে বলে?

লােকের মুখে মুখে প্রচলিত গাঁথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি হলাে লােকসাহিত্য হলাে। লোকসাহিত্য মূলত বাককেন্দ্রিক। কেবল মৌখিক নয়, ঐতিহ্যবাহীও, অর্থাৎ লোকপরম্পরায় লোকসাহিত্য মুখে মুখে

Read More

সাহিত্য কী? বাংলা সাহিত্য কী? বাংলা সাহিত্য সম্পর্কে আলোচনা করো!

সাহিত্য: ‘সাহিত্য’ শব্দটি ‘সহিত’ শব্দ থেকে এসেছে। এখানে সহিত শব্দের অর্থ- হিত সহকারে বা মঙ্গলজনক অবস্থা। রবীন্দ্রনাথ সাহিত্য সম্পর্কে বলেন, “একের সহিত অন্যের মিলনের মাধ্যমই হলো

Read More

সত্যেন্দ্রনাথ দত্ত এর জীবন ও সাহিত্যকর্ম

সত্যেন্দ্রনাথ দত্ত (১১ ফেব্রুয়ারি ১৮৮২ – ২৫ জুন ১৯২২) আধুনিক বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ কবি, যাঁর কবিতা এবং ছড়ার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তাঁর জন্ম

Read More
Gourab Roy

Gourab Roy

I completed my Honors Degree in Bangla from Shahjalal University of Science & Technology in 2022. Now, I work across multiple genres, combining creativity with an entrepreneurial vision.

বিশ্বসেরা ২০ টি বই রিভিউ

The content is copyright protected.