বিশ শতকের ইউরোপীয় প্রগতিশীলদের একটি শিল্প আন্দোলনের নাম ডাডাবাদ, যার প্রাথমিক কেন্দ্র ছিল সুইজারল্যান্ডের জুরিখে।
শিল্পের বিরুদ্ধে শিল্পের আক্রমণ হচ্ছে ডাডাবাদ।
ডাডা এক নেতিবাচক, অবিশ্বাসী, হিলিনিস্টিক শিল্প আন্দোলনের নাম। একে ঠিক সংগঠিত আন্দোলনও বলা যায় না, ডাডা যেন এক বিশিষ্ট মনোভঙ্গি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ঐ যুদ্ধের প্রতিক্রিয়ায় এই আন্দোলনের, শিল্পতত্ত্বের সূত্রপাত। যে যুক্তিচালিত আধুনিক সভ্যতা মহাযুদ্ধের পাশবিকতা ঘটাতে পারে, তার বিরুদ্ধে ঘৃণায় ডাডাবাদের জন্ম।
ডাডাবাদীরা বলেন, “যুক্তি দিয়ে কী হবে যদি যুদ্ধতেই এর পরিণতি পায়।”
তারা নিয়ম, শৃঙ্খলা, যুক্তিকে খারিজ করে। বুর্জোয়া শিল্পের ধারাকে প্রত্যাহার করে। তাদের রাগ শিল্পের বিরুদ্ধে তত নয়, যত শিল্পের অপব্যাবহারের বিরুদ্ধে।
“ডাডা” শব্দটির উৎপত্তি নিয়ে মতভেদ আছে। “ডাডা” শব্দের উদ্ভবও রুমানিয় ভাষার সঙ্গে জড়িত। দুজন রুমানিয় শিল্পী ট্রিসটান জারা ও মার্সেল জানকো- এরা প্রায়ই ‘ডা’, ‘ডা’ করতেন। রুমানিয় ভাষায় ‘ডা” হচ্ছে: ঠিক। ইংরেজি ইয়ে ইয়ে বা হ্যাঁ হ্যাঁ।
কারও কারও মতে অবশ্য ডাডাবাদের উদক্তোরা জুরিখের সেই ক্যাফেতে বসে নতুন শিল্প আন্দোলনের জন্য যুৎসই একটি নাম খুঁজছিল। কার হাতে ছিল একটি ফরাসি-জার্মান অভিধান।সেখানেই ডাডা শব্দটি ছিল। ফরাসি ভাষায় ডাড়া মানে খেলনা ঘোড়া। . ‘ডাডাইজম’র নামকরণের প্রেক্ষিত পর্যালোচনায় Hulsenbeck তাঁর এক অভিযোজিত ও নিরীক্ষ্যমাণ বহুল আলোচিত নিবন্ধে (প্রকাশ কাল ১৯২০) তাঁর স্বগত উচ্চারণ:
“The word ‘Dada’ accidentally discovered by Hugo Ball Richard and myself in a German-French dictionary is French for a wooden horse. It is impressive in its brevity and suggestiveness.”
এভাবেই সুইজারল্যান্ডের জুরিখের একটি কাফেতে ডাডাবাদের সূচনা হল; যা ১৯১৬ থেকে ১৯২২ সাল অবধি তুঙ্গে ছিল।
ডাডাবাদ শিল্পের প্রথাগত ধারণাকে ধাক্কা দিয়ে মুক্তির পথ খুলে দিয়েছিল, ১৯২১ সাল নাগাদ ডাডাবাদের পরিণতি দেখলে মনে হয় ডাডাবাদ তার ঐসিতাহিক ভূমিকা পালন করে ফেলেছে। তারপর তার উত্তোলন ঘটে সুরিয়ালিজম নামক অনেক গুরুত্বপূর্ণ উপভাবশালী শিল্পতত্ত্বে। কিন্তু দাদা বাদের স্থায়ী ছাপ থেকে গেল ফরাসি কবিতায়। জার্মানিতে ও মার্কিন দেশে অনেক শিল্পীর সহযোগিতায় ডাডাবাদের ধারা অব্যাহত থাকে।অন্যান্য প্রগতিশীল আন্দোলন, পপ শিল্প এবং ফ্লক্সেস প্রভৃতি গোষ্ঠীগুলোও ডাডা আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছিল।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
ডাডাবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ