ইংরেজি সাহিত্যের সবচেয়ে ক্ষণস্থায়ী কিন্তু বৈচিত্র্যময় যুগ হল রোমান্টিসিজমের যুগ। পঞ্চদশ শতাব্দীর শুরুতে ইউরোপীয় শিল্পকলায় যে নবজাগরণের সৃষ্টি হয়েছিল তারই ধারাবাহিকতায় এবং ক্রমবিবর্তনের মাধ্যমে ম্যানারিজম, বারোক-রোকোকো হয়ে অষ্টাদশ শতাব্দীতে এসে আধুনিক শিল্প আন্দোলনের সূত্র রোমান্টিসিজমের উদ্ভব হয়।
উইলিয়াম ব্লেইক(William Blake) কে এ যুগের অগ্রদূত হিসেবে ধরা হয়।১৭৮৫ সালে তাঁর লিখিত poetical sketches এ রোমান্টিকতার বৈশিষ্ট্য প্রথম লক্ষ করা যায়।তবে বেশিরভাগ সমালোচকগ্ণের মতে, ১৭৯৮ সালে ওয়ার্ডসওয়ার্থ(William Wordsworth) এবং স্যামুয়েল টেইলর কোলরিজ (S.T. Coleridge) এর লিরিকেল ব্যালাডস (Lyrical Ballads) নামক কাব্যগ্রন্থের মাধ্যমে ইংরেজি সাহিত্যে ‘Romantic period’ এর সূচনা হয়।ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজকে ‘Pioneer of Romanticism’ বলা হয়।
সময়কাল বিবেচনায় ১৮ শতকের শেষে্রদিকে ইউরোপে রোমান্টিসিজমের উৎপত্তি এবং বেশিরভাগ অঞ্চলে ১৮০০-১৮৫০ সাল পর্যন্ত এর বিকাশ বা বিস্তার। রোমান্টিসিজমের সময়ে ইউরোপে বুদ্ধিবৃত্তির প্রসার ঘটে এবং শিল্পের বিষয়বস্তু হতে আলাদাভাবে অবস্থান শুরু হয়।
এই সময়কাল মানুষকে বিভিন্ন জীবনাচার,জীবনবোধ ও সমাজচেতনায় চার্চের প্রভাব ও অস্পষ্ট মায়াবী ধ্যান-ধারণা হতে বেরিয়ে এসে জীবনকে উপলব্ধি করা এবং প্রকৃতির সাথে সম্পৃক্ততার কথা অনুধাবন করাতে সক্ষম হয়।ফলে ক্লাসিকদের সাথে রোমান্টিকদের একটি বিপরীত সম্পর্ক তৈরি হয়। পূর্বের সকল মত ও দর্শনের তুলনায় শিল্প,সাহিত্য,ভিজ্যুয়াল আর্ট,ইতিহাস লেখচিত্র,প্রাকৃতিক বিজ্ঞানে রোমান্টিসিজমের প্রভাব দৃঢ়ভাবে মূর্তমান। রোমান্টিসিজম যদিও একটি সুস্পষ্ট শৈলী হিসেবে বেশি দিন স্থায়ী হয় নি, তবুও অল্প সময়ের মধ্যে তা সাহিত্য চিত্রকলার প্রতি একটি মৌলিক দার্শনিক দৃষ্টিভঙ্গি স্থাপন করেছিল।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
রোমান্টিসিজম কী বা রোমান্টিসিজম কাকে বলে?
রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
রোমান্টিকদের রচনার বিষয়বস্তু আলোচনা করুন
রোমান্টিসিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
রোমান্টিসিজমের প্রতিনিধিত্বশীল লেখকদের পরিচয়
বাংলা সাহিত্যে রোমান্টিসিজমের প্রভাব
সঙ্গীতের উপর রোমান্টিসিজমের প্রভাব