স্থাপত্যশিল্পে রোমান্টিসিজমের প্রভাব ততোটা শক্তিশালী ছিল না।সাধারণভাবে গ্রথিক রীতির প্রয়োগকে স্থাপত্য শিল্পে রোমান্টিকতার স্পর্শ বলে মনে করা হয়।ইংল্যান্ড, ফ্রান্সে গ্রথিক রীতির আদি প্রবক্তা অগাস্টন বুগিস, বিশ্ববিখ্যাত ‘উইণ্ডসর’ রাজপ্রাসাদে এই রীতির সুষম প্রয়োগ লক্ষ করা যায়।
ফ্রান্সে গ্রথিক রীতির প্রয়োগ করেন প্রখ্যাত স্থপতি ভায়ালেট লে ডুক ।প্যারিসের ‘নেতারডম’ প্রাসাদে গ্রথিক রীতির প্রয়োগ দেখা যায়।এছাড়াও বড় হতেল,রেলওয়ে স্টেশন ও কিছু বাসগৃহে এ রীতির প্রয়োগ দেখা যায়।তবে সাহিত্য ও চিত্রকর্মের মত স্থাপত্যশিল্পে রোমান্টিসিজমের ব্যাপক প্রভাব দেখা যায় না।
সাহিত্য, শিল্প, স্থাপত্য উনবিংশ শতাব্দীর এই ধারাগুলোতেই মুলত রোমান্টিসিজমের প্রভাব বেশি ছিল।রোমান্টিসিজম আংশিকভাবে শিল্প-বিপ্লবের বা আধুনিকতার সমস্ত উপাদান যথা আলোকায়নের যুগের অভিজাত সামাজিক এবং রাজনৈতিক নিয়ম, প্রকৃতির বৈজ্ঞানিক যুক্তিবাদের প্রতিক্রিয়া ছিল। এটি দৃশ্যকলা, সঙ্গীত এবং সাহিত্যে সবচেয়ে শক্তিশালীরূপে মূর্ত ছিল।তবে ইতিহাস ধারা, শিক্ষা, সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানের উপরও এর প্রভাব পরেছিল।রোমান্টিক চিন্তাবিদরা উদারবাদ , আমূলসংস্কারবাদ, রক্ষণশীলবাদ এবং জাতীয়তাবাদকে প্রভাবিত করে রাজনীতিতে এর উল্লেখযোগ্য ও জটিল প্রভাব ফেলেছিল।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
রোমান্টিসিজম কী বা রোমান্টিসিজম কাকে বলে?
রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
রোমান্টিকদের রচনার বিষয়বস্তু আলোচনা করুন
রোমান্টিসিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
রোমান্টিসিজমের প্রতিনিধিত্বশীল লেখকদের পরিচয়
বাংলা সাহিত্যে রোমান্টিসিজমের প্রভাব
সঙ্গীতের উপর রোমান্টিসিজমের প্রভাব