রোমান্টিক ধান-ধারণা আঠারো শতকের শেষের দিকের এবং উনিশ শতকের সঙ্গীতকেও প্রভাবিত করেছিল।এই প্রসঙ্গে ‘হেস’ বলেছেন, “Music during the era from 1830 to 1878 was the most thoroughly romantic of all arts.”
সর্বকালের সেরা সুরস্রষ্টা লুইউইগ বিটোফেন তাঁর সাতটি সিম্ফোনি রচনা করেন।এই সিম্ফোনিগুলোতে রোমান্টিকতার প্রভাব ছিল।মেন্ডেলসন ও ওয়েবারের রোমান্টিক গীতিকাব্য সমকালীন সমাজে বেশ সমাদৃত হয়।
জার্মান সুরকার শুম্যান রচিত সিম্ফোনিগুলি ইতিহাস বিখ্যাত।জার্মান জাতীয়তাবাদ উন্মেষের সময় ভাগনার রচিত সঙ্গীতগুলোতেও রোমান্টিসিজমের প্রভাব রয়েছে।এছাড়াও এই সময়ের অন্যান্য বিখ্যাত সুরকার-যাদের সঙ্গীতে রোমান্টিসিজমের প্রভাব রয়েছিল তাঁরা হলেন- ইতালির রোশিনি, বেল্লিনি ও দোনিজেত্তি; পোল্যান্ডের ফ্রেডারিখ সোপিন; ফ্রান্সের শোপাঁ প্রমুখ।বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দবিজেন্দ্রলাল রায়ের রচিত সঙ্গীতেও রোমান্টিসিজমের প্রভাব লক্ষ করা যায়।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
রোমান্টিসিজম কী বা রোমান্টিসিজম কাকে বলে?
রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
রোমান্টিকদের রচনার বিষয়বস্তু আলোচনা করুন
রোমান্টিসিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
রোমান্টিসিজমের প্রতিনিধিত্বশীল লেখকদের পরিচয়
বাংলা সাহিত্যে রোমান্টিসিজমের প্রভাব
সঙ্গীতের উপর রোমান্টিসিজমের প্রভাব