বাক-প্রত্যঙ্গ গুলোর পারস্পারিক সম্পর্ক ও আনুভূমিক সম্পর্ককে উচ্চারণ স্থান বলে।
ধ্বনির উৎপাদনে সক্রিয় উচ্চারক প্রত্যঙ্গের কোন্ বিশেষ অংশে বাতাস বাধা পেয়ে ধ্বনি উৎপাদিত হচ্ছে, সে অনুসারে ধ্বনির বিচার করা হয়। উচ্চারণ স্থান অনুসারে ধ্বনির বিচার করা হলেও ধ্বনিগুলোর নামকরণের সক্রিয় উচ্চারণ প্রত্যঙ্গ গুলোর প্রাধান্য নেই, সেক্ষেত্রে প্রাধান্য পায় ধ্বনির নিষ্ক্রিয় উচ্চারক প্রত্যঙ্গ সমূহ। উচ্চারণ স্থানগত বিবেচনার বিষয় মুখ্যত দুটি:
১. সক্রিয় উচ্চারক প্রত্যঙ্গগুলি শনাক্ত করা ও
২. নিষ্ক্রিয় উচ্চারক প্রত্যঙ্গ অনুযায়ী ধ্বনিগুলোর নামকরণ করা।
উচ্চারণস্থান অনুযায়ী বাগ্ধ্বনি বা ব্যঞ্জনধ্বনির শ্রেণিকরণ
উচ্চারণস্থান |
ধ্বনিসমূহ |
IPA |
নাম |
উদাহরণ |
ওষ্ঠ্য |
প্, ফ্, ব্, ভ্, ম্ |
p, ph, b, bh, m |
ওষ্ঠ্য ধ্বনি |
ফলা= ফ্+অ্+ল্+আ্ |
দন্ত |
ত্, থ্, দ্, ধ্, ন্ |
t̪, t̪ʰ, d̪, d̪ʱ, n |
দন্ত্যধ্বনি |
ধান= ধ্+আ্+ন্ |
দন্তমূল |
র্, ল্, স্ |
r, l, s |
দন্তমূলীয় ধ্বনি |
লাল= ল্+আ্+ল্ |
তালু |
চ্, ছ্, জ্, ঝ্, শ্ |
c, ch, ɟ, ɟh, ʃ |
তালব্য ধ্বনি |
জাল= জ্+আ্+ল্ |
তালু দন্তমূল |
ট্, ঠ্, ড্, ঢ্, ড়্,ঢ়্ |
t, th,d, dh, ɽ, ɽh |
তালব্য দন্তমূলীয় ধ্বনি |
ডাল= ড্+আ্+ল্ |
জিহ্বামূল |
ক্, খ্, গ্, ঘ, ঙ্ |
k, kh, g, gh, ŋ |
জিহ্বামূলীয় ধ্বনি |
কাল= ক্+আ্+ল্ |
কণ্ঠনালী |
হ্ |
h |
কণ্ঠনালীয় ধ্বনি |
শ্বাস= শ্+ব্+আ্+স |
১. ওষ্ঠ্য ধ্বনি: যে ধ্বনি উচ্চারণকালে দুইঠোঁটের স্পর্শ ঘটে তাকে ওষ্ঠ্য ধ্বনি বলে। যেমন: প্, ফ্, ব্, ভ্, ম্
২. দন্ত্যধ্বনি: যে ধ্বনি উচ্চারণকালে জিতের ডগা উপরের পাটির দাঁতের গোড়া স্পর্শ করে তাকে দন্তধ্বনি বলে । যেমন : ত্, থ্, দ্, ধ্, ন্
৩. দন্তমূলীয় ধ্বনি: যে ধ্বনি উচ্চারণকালে জিভের ডগা দাঁত আর শক্ততালু যেখানে শুরু হয়েছে সেখানে স্পর্শ করে তাকে দন্তমূলীয় ধ্বনি বলে । যেমন: র্, ল্, স্
৪. তালব্য ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় জিৎ । স্খালুর শক্ত অংশ প্রসারিত হয়ে স্পর্শ করে তাকে তালব্য ধ্বনি বলে । যেমন : চ্, ছ্, জ্, ঝ্, শ্
৫. তালব্য দন্তমূলীয় ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় জিত্তের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে তাকে তালব্য দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন : ট্, ঠ্, ড্, ঢ্, ড়্,ঢ়্
৬. জিহ্বামূলীয় ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু তাকে জিহ্বামূলীয় ধ্বনি বলে। যেমন: ক্, খ্, গ্, ঘ, ঙ্
৭. কণ্ঠনালীয় ধ্বনি: কন্ঠনালীর মধ্যে ধানীবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই কণ্ঠনালীয় ধ্বনি । যেমন: হ্