ধ্বনিবিজ্ঞান হচ্ছে বাক ধ্বনির বিশ্লেষণ।
The science, study, analysis and classification of sounds, including the study of their production, transmission and perception.
অপরদিকে ধ্বনিতত্ত্ব হলো বাগ্-ধ্বনির পদ্ধতি ও বিন্যাস সম্পর্কিত বিষয় ও জ্ঞান।
ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের পারস্পারিক সম্পর্ক বা পার্থক্য নিরুপণ:
ধ্বনিবিজ্ঞান
১. ধ্বনিবিজ্ঞানকে আমরা থিওরী মনে করলে ধধ্বনিতত্ত্ব হলো তার প্রয়োগক্ষেত্র;
২. ধ্বনিবিজ্ঞান একটি তত্ত্বীয় বিজ্ঞান, ভাষা অধ্যয়ন বিদ্যা– এই বিদ্যায় মানুষের উচ্চারিত ধ্বনিগুলো বিশ্লেষিত হয়;
৩. ধ্বনিবিজ্ঞানের আওতায় স্বরধ্বনি
৪. ধ্বনি উৎপাদনে বাগ্-প্রত্যঙ্গের ভূমিকা বা অবস্থান ধ্বনিবিজ্ঞানের আওতাভুক্ত;
৫. এমনকি কন্ঠনিঃসৃত ধ্বনি বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারিত হয়ে বায়ুতরঙ্গের মাধ্যমে শ্রোতার কানে পৌঁছা এবং শ্রোতার মস্তিষ্ক কিভাবে তা গ্রহণ করে সেটাও ধ্বনিবিজ্ঞানের আওতাভুক্ত।
ধ্বনিতত্ত্ব
১. ধ্বনিতত্ত্ব হলো বাগ্-ধ্বনি ও তার ধ্বনিবিন্যাস- সম্পর্কিত বিষয় ও জ্ঞান;
২. স্বর ও ব্যঞ্জনধ্বনির অবস্থান ও যাবতীয় ব্যবহারবিধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়;
৩. বাক্-ইন্দ্রিয়ের মাধ্যমে সূচিত ধ্বনির ভৌত উৎপাদন ও অনুধাবন ধ্বনিতত্ত্বে আলোচিত হয়;
৪. ধ্বনি বিচারের নির্দেশক উপাদানগুলো অবলম্বনে কোনো ভাষার ধ্বনি ব্যবস্থা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়;
৫. ধ্বনিতত্ত্বে ধ্বনিমূলের আবিষ্কারও আলোচনা করা হয়; ৬. ধ্বনি পরিবর্তনসহ ধ্বনির অপরাপর বৈশিষ্ট্য ধ্বনিতত্ত্বে নিরূপণ করা হয়।
সহায়ক গ্রন্থ
১. জীনাত ইমতিয়াজ আলী: ‘ধ্বনিবিজ্ঞানের ভূমিকা’
২. মহাম্মদ দানীউল হক: ‘ভাষাবিজ্ঞানের কথা’