পোস্ট মডার্নিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ : ১৯৫০-এর দশকে সাহিত্য আলোচনায় এর বিস্তার প্রয়াস। ১৯৭০-৮০-র দশকে চার্লস জেঙ্কস ও ভেন্টুরির স্থাপত্যবিদ্যার আলোচনায় ও জঁ” ফ্রাসোয়া লিওতার- এর দি পোস্ট মডার্ন কন্ডিসান-এ এর প্রতিষ্ঠা। মিশেল ফুকো, জাক দেরিদার পোস্ট স্ট্রাকচারালিজম তত্ত্ব এক সমস্ত শক্তি ও সামর্থ্য জুগিয়েছে। জাক লাকাঁ, রলাঁ বার্ত, লেভি হ্রস- এর চিন্তাভাবনা সম্ভব করেছে এর সূত্রায়ন।
পোস্ট মডার্নিজম যেখানে পোস্ট স্ট্রাকচারালিজম-এর সমর্থন পেল, সেখানেই মার্কসবাদেরও আত্তীকরণ ঘটে সচেতন ও অচেতনায়। পোস্ট মডার্নিজম সাংস্কৃতিক বিস্তারে ভোগবাদী বহু জাতিক ধনতন্ত্রেরই আর এক চেহারা। বিশেষ ধরণের বস্তুবাদী আলোচনায় আবার মার্কসবাদের ক্ষেত্রের পোস্ট মডার্নিজমের তাৎপর্য আবিষ্কৃত হয় অনেকের কাছে।
মার্কসবাদের মৌলিক গুণগত পুনর্গঠনের বিবেচনায় উত্তর আধুনিক দৃষ্টিকোণ গৃহীত হয়- যেখানে পোস্ট মডার্নিজম নিয়ে আসে মার্কসবাদের নতুন ধারণা। তবু মার্কসবাদীরা সে দেশে এবং এদেশেও পোস্ট মডার্নিজমকে তাদের চরম শত্রু ভাবে।
অনেকে উত্তর আধুনিক চিন্তা ও ধ্যান ধারণায় খুঁজে পেয়েছেন ইতিহাস বিমুখতা, আবার কেউ কেউ বলেন, বিশ্ববিদ্যালয় স্তরে মানবিক ও সমাজ বিজ্ঞানের পঠন-পাঠনে আবদ্ধ। পোস্ট মডার্নিজমে সোস্যুরীয় ভাষা বিজ্ঞান ও ব্যাখ্যা পদ্ধতির ওপর নির্ভরশীল এই তত্ত্বকে নিজেদের স্ববিরোধী দাবি পূরণের সমর্থনে গ্রহণ করেছেন।
আরো পড়ুন : (বিষয়ের উপর ক্লিক করুন)
পোস্ট মডার্নিজমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
পোস্ট মডার্নিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ