ফরাসি ‘Femme’ শব্দ থেকে Feminism শব্দটি এসেছে, বাংলা অর্থ নারী। নারীবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই কিন্তু নারী। একটি মেয়ে জন্মগতভাবে একটা নারীদেহ নিয়েই জন্মায়। সেটা তার দৈহিক পরিচয়। কিন্তু তার যে লিঙ্গগত পরিচয় তা সমাজ ধীরে ধীরে তার প্রয়োজন অনুযায়ী নারীর উপর চাপিয়ে নেয়। সমাজের এই সাম্রাজ্যবাদ তার উপনিবেশ নারীর চেতনার রাজ্যে বিস্তার করে। বলাই বাহুল্য, এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। কাজেই এই সমাজের তৈরি dicta কে দি কোনো নারী মান্যতা দেয় তবে সে ভালো, আর যদি সেই মেরে তা না দেয়, তবে সে মন্দ। আর এই ভালো মেয়ে মন্দ মেয়ের অভিধানের মধ্যে থেকে একটি নারী বাধ্য হয় পুরুষের কাছে লিঙ্গগত ভাবে পরাস্ত হতে, তাকে মান্যতা নিতে, নারীবাদের তাত্ত্বিক পরিকাঠামোয় Gender Studies কেবল ‘শব্দ’কেই চিহ্নিত করে না। বরং তাকে ছাপিয়ে তার অর্থ ও তার প্রভাবকেও আলোচনা করে।
নারীবাদ নারীবিষয়ক দিকগুলোকে তুলে ধরতে চায় কোনো সন্দেহ নেই। তাই বলে পুরুষ বিচ্ছিন্ন একক নারী জগতের ধারণার সাথে বর্তমান নারীবাদের কোনো যোগসূত্র নেই। নারীর প্রতি বৈষম্যমূলক আচরণকে মূলোৎপাটন করা নারীবাদের আদর্শ। নারীবাদ পুরুষবিদ্বেষী কোনো মতবাদ নয়; নারীর পশ্চাৎপদতা, নারীর অধিকারহীনতা, তার বঞ্চনার কারণ অন্বেষণ করা ও সেগুলো মোচন করার পন্থা বের করা নারীবাদের উদ্দেশ্য। সমাজে নারী-পুরুষ নির্বিশেষে যেসব অন্যায়ের শিকার মানুষ হচ্ছে সেসব অন্যায় দূর করা নারীবাদের উদ্দেশ্য। অন্যায়ের বিনাশ করতে পারলে কেবল নারী যে সুফল ভোগ করবে তা নয়, সকল মানুষই অন্যায়মুক্ত সমাজের সুফল পাবে।
আরো পড়ুন : (বিষয়ের উপর ক্লিক করুন)
নারীবাদের স্বরূপ ও পরিসর সংক্ষেপে আলোচনা করুন
নারীবাদ কী বা নারীবাদ কাকে বলে? নারীবাদের সংজ্ঞার্থ প্রদান করুন
নারীবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
নারীবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা করুন
নারীবাদী তত্ত্ব কী? নারীবাদী তত্ত্ব কত প্রকার ও কী কী – আলোচনা করুন
নারীবাদের বিভিন্ন তরঙ্গ বা নারীবাদের ধারাগুলো সংক্ষেপে আলোচনা করুন