কোন বিশেষ সামাজিক ও রাষ্ট্রীয় অভিঘাতকে কেন্দ্র করে একেকটা শিল্প আন্দোলনের উদ্ভব ঘটে। সেই বিশেষ অভিঘাত এর পরিবর্তন হলে অথবা নতুন কোন পেক্ষাপট সামনে চলে আসলে পূর্ববর্তী আন্দোলনের প্রবাহটি ক্ষীণ হয়ে উঠে। সুইজারল্যান্ডের জুরিখে শুরু হওয়া ‘ডাডাবাদ’-এর ক্ষেত্রেও এমনটি ঘটে। ১৯১৬ সালে বিকশিত হওয়া ডাডাবাদ ১৯২৪ সালে তার গতি হারায়। প্যারিসে যখন একদিকে ডাডাবাদ-এর প্রভাব কমতে শুরু করে অন্যদিকে তখন সুরিয়ালিজম-এর প্রভাব বাড়তে শুরু করে। ডাডাইজম-এর সাথে যুক্ত অনেক শিল্পীই তখন সুরিয়ালিজম ধারার সাথে যুক্ত হন।
সুরিয়ালিজম শব্দটির ইংরেজি সুরিয়ালিজম। একে আবার অধিবাস্তবতাও বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময় যখন সুরিয়ালিজম-এর উদ্ভব ঘটে, তখন ডাডাইজম-এর বিভিন্ন চিন্তাও এই মতবাদটির সাথে উপস্থাপিত হয়।
সুরিয়ালিজমের মূল বৈশিষ্ট্য অচেতন ব্যক্তির প্রকাশ।
সুরিয়ালিজম শিল্প প্রকাশের এই রূপটি এমন বাস্তবতার প্রতিনিধিত্ব করে যা অযৌক্তিক, স্বপ্নের মতো এবং চমৎকার বলে মনে হয়, যেখানে পৌরাণিক কাহিনী, কল্পকাহিনী, স্বপ্ন এবং কল্পনা করা হয়।
সুরিয়ালিজমের বেশ কিছু বৈশিষ্ট্য ডাডাবাদ থেকে নেয়া হলেও এই মতবাদটি শিল্পের উৎস ও উপকরণ বিবেচনায় অন্যটির চেয়ে স্বতন্ত্র্য।
সুরিয়ালিজম আন্দোলনের অগ্রগামী পুরুষ আন্দ্রে তেঁতো; তিনি শিল্প রচনায় অচেতন মনের ওপর গুরুত দেয়ার জন্য শিল্পীদের আহ্ববান জানান। তাঁর মতে, অচেতন মন কল্পনার অশেষ উৎস হতে পারে। তিনি এ ধারণাটি সিগমুন্ড ফ্রয়েড-এর কাছ থেকে পান। এ ধারায় চিত্রকল্প, ধারণা বা কাব্যিক কৌশল ব্যবহার করে মনকে মুক্ত করার ও পাঠককে চিন্তায় মগ্ন করার প্রচেষ্টা যোগানো হয়। এ কৌশলটি পাঠকদের নতুন সংযোগ তৈরি করতে এবং পাঠকের বাস্তবতাকে প্রসারিত করতে বা বাস্তবতা কি তা সম্পর্কে পাঠককে ধারণা করতে সাহায্য করে। মূলত পাঠককে সামাজিক প্রভাব থেকে মুক্ত করে ব্যক্তির মন উন্মুক্ত করার উপায় হিসেবে ফ্রয়েডীয় মুক্ত মেলামেশার ধারণাগুলোর দিকে আলোকপাত করা হয়। (দৈনিক জনকন্ঠ, ১৪ জানুয়ারি, ২০২০ )
ডাডাবাদী শিল্পীরা শিল্পের উৎস ও উপকরণ আহরণে অচেতন মনের ধারণার ওপর সচেতন ছিলেন না।
আন্দ্রে ব্রেতো মনে করতেন, যা বিস্ময়কর, তা সবসময়ই সুন্দর। অচেতন মনের গহীনেই বিস্ময়কর সুন্দরের বাস। সেটির সন্ধান করাই হতে পারে শিল্পীর যথার্থ কাজ। অচেতন মনের কারণেই মূলত শিল্পীরা গভীর অনুসন্ধানে নামেন।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
সুরিয়ালিজম কাকে বলে? সুরিয়ালিজমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
সুরিয়ালিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা করুন