বাস্তববাদের উদ্ভব ও বিকাশ: ১৮৫০ এর দশকে ফ্রান্সে ‘রিয়ালিজম’ শব্দটি প্রথম সাহিত্য ও সাহিত্য সমালোচনার ক্ষেত্রে ব্যবহৃত হয় জীবনের রুঢ় ও কঠিন বাস্তবতার বিশ্বস্ত চিত্রণ বুঝাতে। বালজাককে এই বাস্তববাদের মুখ্য প্রবর্তক বলে চিহ্নিত করা হয় তার চরিত্র নির্মাণ এর দক্ষতা, প্রেক্ষিত ও পরিবেশ রচনায় নিখুঁত পারিপাট্য পর্যবেক্ষণ ও চিত্রণে বিশ্বাসযোগ্যতা, অনুপঙ্খের ব্যবহার, জীবনধর্মীতা, ইত্যাদি কারণে ১৮৫৭ খ্রিস্টাব্দে Champfleury- Le Realism প্রকাশিত হলে ‘বাস্তববাদী’ সাহিত্যগোষ্ঠীর আনুষ্ঠানিক আবির্ভাব হয় বলে ধরা যেতে পারে, যদিও বাস্তববাদ কে একটি সাধারন সাহিত্য সৃষ্টি বা ধারা হিসেবে দেখাটাই যুক্তিযুক্ত। ঐ একই বছরে (১৮৫৭) ফ্লবেয়ারের উপন্যাস ‘মাদাম বোভারিক’কে ‘বাস্তববাদ’ এর অন্যতম প্রধান উদাহরণ বলে মনে করা হয।
উনিশ শতকের ফরাসি তথা ইউরোপীয় উপন্যাসে এই বাস্তববাদী ধারাই ছিল কথা সাহিত্যের মূল প্রবাহ। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাসঙ্কুল বাস্তবতাকে গভীর আগ্রহে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলাই ছিল ‘রিয়ালিস্ট’- দের কাজ। এই শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর গোঁড়ায় নাট্য সাহিত্যে বাস্তববাদী প্রবণতা প্রকট হয়ে প্রকাশ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৫০- এর দশকে বাস্তববাদী থিয়েটারে নবজন্ম লাভ করে তীব্র সমাজ সচেতনতায় | এসময়ে মার্কিন নাট্যসাহিত্যে বাস্তবতার নতুন মাত্রা নিয়ে এলেন ইউজিন ও’নিল ( ১৮৮৮ ১৯৫৩ ) ও আর্থার মিলার ( ১৯৯৫-১৯৪৯ )। পরবর্তী সময়ের ইতালিয় উপন্যাস ও চলচ্চিত্রে ১৯৪০ ১৯৫০ এর দশকে ‘নিও- রিয়ালিস্ট’ লেখক- চলচ্চিত্রকারদের কথা উল্লেখ করা যায়।
উনিশ শতকের পাশ্চাত্য-সাহিত্যে ‘বাস্তববাদ’- এর এই উদ্ভব ও বিকাশের অনেকগুলো কারণ চিহ্নিত করা যায় । ‘প্রথমত শিল্পের প্রসার, পুঁজিবাদের আধিপত্য ও নাগরিক জীবনের ক্রমবর্ধমান জটিলতা; ‘দ্বিতীয়ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণী পন্থা-পদ্ধতির প্রসার যা লেখক শিল্পীদের চেতনা ও দৃষ্টিকে প্রভাবিত করেছিল; ‘তৃতীয়ত দার্শনিক Comte প্রবর্তিত ‘প্রতক্ষবাদ’ বা ‘positivism’ যা বৌদ্ধিক অনুসন্ধানকে নিয়োজিত করতে চেয়েছিল প্রত্যক্ষ ঘটনা ও বস্তুসমূহে, ‘চতুর্থত – বলা যায় জার্মান দার্শনিক ফয়েরবাখ- এর দর্শনচিন্তা বিজ্ঞানের আলোকে মানুষের আধ্যাত্মিক ঐতিহ্যকে অস্বীকার ও প্রত্যক্ষ জীবনকেই চরম সত্য বলে বিবেচিত। এই সবই সমসাময়িক চেতনা ও দৃষ্টিকে প্রভাবিত করেছিল। ফলে সৃষ্টি হলো নতুন ধারার বাস্তবধর্মী শিল্প-সাহিত্য, নাটক ইত্যাদি।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
বাস্তববাদ কী বা বাস্তববাদ কাকে বলে?
বাস্তববাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
বাস্তববাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
সাহিত্যে বাস্তববাদের প্রভাব সম্পর্কে লিখুন বা বাস্তববাদী সাহিত্য কর্মের পরিচয় দিন