রোমান্টিকতার প্রভাবে এ যুগের চিত্রশিল্পীরা তাঁদের সহজাত আবেগকে রূপ দিতে থাকেন।সহজ-সরল ভাবে অঙ্কিত চিত্রের মধ্য দিয়ে তাঁরা তাদের কল্পনা কে প্রকাশ করতে থাকেন।শিল্পের বিষয়বস্তুও নির্বাচন করতে থাকেন তাঁরা নিজেরাই। শিল্পের মধ্য দিয়ে শিল্পীর নিজস্ব সত্তাই বিকশিত হতে থাকে।যেমনঃ
রোমান্টিসিজমের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী হলেন ফ্রান্সিস্কো গয়্যার।তাঁর একটি বিখ্যাত চিত্রকর্ম হল “Third of may 1808.” চিত্রটিতে ফরাসি ফায়ারিং স্কোয়াডের দৃশ্য রয়েছে।এ ছবিটিকে গণহত্যার সবচেয়ে মর্মস্পর্শী চিত্রিত দলিল বলা হয়।
কেনিথ ক্লার্কের মতে, “উদ্দেশ্য, শৈলী, বিষয়বস্তুর গভীরতা বিবেচনা করলে এই ছবিটিই আধুনিক যুগের সর্বপ্রথম বৈপ্লবিক তৈলচিত্র।“
১৮৩০সালে ফ্রান্সের দ্বিতীয় বিপ্লবের ঘতনাকে অবলম্বন করে ইউজিন দেলাক্রয়ার আঁকা “The Barricade” রোমান্টিক চিত্রকর্মের আরেকটি উদাহরণ।ফরাসি জাহাজ মেডুসার কয়েকজন বাঁচার আর্তি নিয়ে থিওডোর গোরিক্যাল্ট অঙ্কন করেন “The raft of the medusa.”
রোমান্টিক ভাবনার আলোকে , স্পেনীয় জীবনধারার বিভিন্ন দিক ফুটে উঠেছে ফ্রান্সিস্কো গয়্যারের অঙ্কিত চিত্রের মধ্যে।উনবিংশ শতকের প্রথমার্ধের চিত্রশিল্পী ছিলেন ডোরিকল ও ডেলাক্রয়। তাঁদের বিখ্যাত চিত্র হলঃ “The raft of the medusa” এছাড়াও “Wounded Soldier in a car” অথবা “The Return of Rusia” ইত্যাদি চিত্রে নেপোলিয়নদের সময়ের বিভিন্ন ঘটনা উদ্ভাসিত হয়েছে।
ডেলাক্রয়ের অঙ্কিত ‘সিত্তর হত্যাকান্ড’ চিত্রটি বিখ্যাত।এটিতে গ্রিকদের দেশপ্রেমের অভিব্যক্তি ফুটে উঠেছে।এ যুগের অন্যান্য চিত্রশিল্পীদের মাঝে বিখ্যাত ছিলেন ফরাসি শিল্পী করোট, ইংরেজ শিল্পী কনস্টেবল ও টানার, বার্ন জেরিনস, রসোটি, হার্স প্রমুখ।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
রোমান্টিসিজম কী বা রোমান্টিসিজম কাকে বলে?
রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
রোমান্টিকদের রচনার বিষয়বস্তু আলোচনা করুন
রোমান্টিসিজমের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
রোমান্টিসিজমের প্রতিনিধিত্বশীল লেখকদের পরিচয়
বাংলা সাহিত্যে রোমান্টিসিজমের প্রভাব
সঙ্গীতের উপর রোমান্টিসিজমের প্রভাব