সাহিত্য সমালোচনা তত্ত্ব হচ্ছে সাহিত্যের গবেষণা, আলোচনা, মূল্যায়ন এবং ব্যাখ্যা এই সবকিছুর সম্মিলন। আধুনিক কালে সাহিত্য সমালোচনায় সাহিত্য তত্ত্ব প্রয়োগ করা হয়। সাহিত্য তত্ত্বতে সাহিত্য সমালোচনার পদ্ধতি ও লক্ষ্যের দর্শন আলোচিত হয়।
সাহিত্য সমালোচনার আদিগুরু এরিস্টটল অনেক আগে তাঁর Poetics-এর সূচনায়ই উল্লেখ করেছেন, “কাব্যের নানা প্রকারভেদ এবং তাদের বৈশিষ্ট্য, সার্থক কাব্যের কাহিনী গঠনের শ্রেণী বিভাগ এর বিভিন্ন অংশের সংখ্যা ও ধরন এবং সেই সাথে কাব্য পাঠের সম্পৃক্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই” (মৎকৃত এরিস্টটলের পোয়েটিকস্ পৃ: ৫৯)।