মেঘনাদবধ কাব্য: দ্বিতীয় সর্গের নাম অস্ত্রলাভ। এর ঘটনা সংস্থান সর্গে। দেবসভায় আবিভূর্তা হয়ে লক্ষ্মী দেবী দেবরাজ ইন্দ্রকে জানালেন যে, বীর ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞ সমাপন করে প্রভাতে রাম-লক্ষ্মনকে আক্রমন করবেন। এই আসন্ন বিপদ থেকে রাম চন্দ্রকে রক্ষা করার জন্য তিনি ইন্দ্রকে অনুরােধ জানালেন। কিন্তু ইন্দ্র নিজেই মেঘনাথের ভয়ে ভীত। এই সংকট থেকে শুধুমাত্র মহাদেবই ত্রান করতে পারেন।
তাই ইন্দ্র পত্নী শচীকে নিয়ে কৈলাশে উপস্থিত হলেন এবং পাবর্তীকে সমস্ত কথা জানিয়ে রামচন্দ্রকে রক্ষার জন্য প্রার্থনা জানালেন। বিপন্ন রামচন্দ্র ও মর্ত্যে দেবীর অনুগ্রহ কামনা করে পূজা করছিলেন। ভক্তের প্রার্থনায় বিচলিত দেবী মহাদেবের তপােভঙ্গ করলেন। মহাদেব মেঘনাথ বধের জন্য মায়াদেবীর সাহায্য গ্রহনের উপদেশ দিলেন। ইন্দ্র মায়াদেবীর কাছ থেকে দৈব অস্ত্রাদি সংগ্রহ করে স্বর্গে ফিরে এলেন এবং গন্ধর্বপতি চিত্ররথকে সেগুলি রামচন্দ্রের শিবিরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন।