রোমান্স (Romance) কাকে বলে?
Romance ‘ শব্দের আভিধানিক অর্থ বিস্ময়কর কল্পিত কাহিনী , উগ্ৰ ৰা অস্বাভাবিক প্রেমমূলক উপন্যাস অথবা ঘটনা। যে উপন্যাসে কাল্পনিক বা অস্বাভাবিক উগ্র প্রেমমূলক কাহিনী বিধৃত হয় তাকেই রোমান্সধর্মী উপন্যাস বলা হয় ।
রোমান্সেৱ বৈশিষ্ট্য ও স্বরূপ নির্দেশ করতে গিয়ে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার – ‘বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা’ গ্রন্থে বলেছেন, ‘Romance’- এর বাস্তবতা আপেক্ষাকৃত মিশ্র ধরণের ; ইহা জীবনের সহজ প্রবাহ অপেক্ষা তাহার অসাধারণ উচ্ছাস বা গৌরবময় মুহূর্তগুলির উপরে অধিক নির্ভর করে । অন্তরের বীরোচিত বিকাশগুলি, মনের উঁচুসুরে বাঁধা ঝঙ্কাৱগুলি , জীবনের বর্ণবহুল শোভাযাত্রার সমারোহ ইহাই মুখত রোমান্সের বিষয়বস্তু৷
রোমান্সের উপাদানগুলি কী কী?
১. আনন্দ দান,
রোমান্সের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
১. কাহিনী অতীতের হবে;
২. প্রথম থেকে শেষ পর্যন্ত চিত্তাকর্ষক ও চমকপ্রদ ঘটনার সমাবেশ থাকবে;
৩. এমন সমাজের বা জীবনযাত্রার বর্ণনা থাকবে যা ভয় অথবা সংগ্রাম উদ্বেগ করে;
৪. বিজন প্রদেশ, প্রাচীন প্রাসাদ, ভগ্ন অট্টালিকা, অরণ্য, দুর্গম পথ প্রভৃতি গল্পের ঘটনা স্থান হবে;
৫. নায়ক-নায়িকা হবে উচ্চবংশজাত ও চরিত্রগুলোর মধ্যে কোনো জটিলতা থাকবে না। প্রত্যেকের স্বভাব বুঝা যাবে এবং ঘটনা বিশেষে তার নিজ নিজ স্বভাব অনুযায়ী আচরণ করবে;
৬. নায়ক যেমন প্রেমিক হবে তেমনি আদর্শ বীর হবে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যুদ্ধ থাকবে আর থাকবে প্রথম দর্শনে প্রেম;
৭. শেষ পর্যন্ত নায়ক-নায়িকার মিলন বাঞ্ছনীয়, কিন্তু তাতে একটা বিষাদের ছায়াও জড়িত থাকবে। পূর্ণ সুখের মধ্যেও যেন একটা অপূর্নতাবোধ থাকবে;